ঢাকা, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বেতন-বোনাসের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ শ্রমিকদের

প্রকাশনার সময়: ০৪ জানুয়ারি ২০২৪, ২১:৫৯

টাঙ্গাইলের মির্জাপুরে সরকার ঘোষিত নতুন স্কেলে বেতন-বোনাসের দাবিতে পোশাক শ্রমিকরা টায়ারে অগ্নি সংযোগ করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রেখেছে। এতে মহাসড়কের দুই পাশে কমপক্ষে ২০ কি.মি. যানজটের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলা গোড়াই হাটুভাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

বৃহস্পতিবার রাতে গোড়াই শিল্পাঞ্চলের নিউট্রেক গ্রুপ অব ইন্ডাসট্রিজ, খান গার্মেন্টসসহ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা গোড়াই এলাকায় হাটুভাঙ্গায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। বিক্ষুব্দ শ্রমিকরা এ সময় টায়ারে অগ্নি সংযোগ করে বিক্ষোভ শুরু করে। এতে মহাসড়কের দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয়।

খবর পেয়ে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন, এসিল্যান্ড মাসুদুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মির্জাপুর-নাগরপুর সার্কেল) এএসএম মনসুর মুসা, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম ও গোড়াই হাইওয়ে থানার ওসি মোল্লা মো. টুটুল ঘটনাস্থলে রয়েছেন। রাতে এই রিপোর্ট পাঠানো পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। মহাসড়ক অবরোধ রয়েছে।

পোশাক শ্রমিকদের মধ্যে সাজ্জাত হোসেন, সুজন মিয়া, আলমগীর হোসেন, তাসলিমা বেগম ও সুরাইয়া আক্তারসহ অনেক শ্রমিক অভিযোগ করেন, সরকার পোশাক কারখানার শ্রমিকদের জন্য সর্বনিম্ন ১২ হাজার ৫০০শ টাকা বেতন স্কেল ঘোষণা করলেও কারখানার মলিক পক্ষ এখন পর্যন্ত কার্যকর করেননি। এ নিয়ে গত কয়েক দিন ধরে শ্রমিকদের অসোন্তোষ দেখা দেয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন ও মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. শাকিলা বিনতে মতিন বলেন, খবর পাওয়ার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা করা হচ্ছে।

এ ব্যাপারে জানতে নিউটেক গ্রুপ অব ইন্ড্রাট্রিজের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ