ঢাকা, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তাড়াশে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রকাশনার সময়: ০৪ জানুয়ারি ২০২৪, ২১:২২

সিরাজগঞ্জের তাড়াশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে বর্ণাঢ্য র‌্যালি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরবর্তী‌তে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. সুলতান মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসা‌বে বক্তব্য দেন, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ।

আরও বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হোসনে আরা পারভিন লাভলী, সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, যুগ্ম সাধারণ সম্পাদক মর্জিনা ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খান ও সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বিদ্যুৎ, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লুৎফুল কবির লিমন, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শায়লা পারভীন প্রমূখ।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ