গাজীপুর-৩ আসনে শ্রীপুরে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অধ্যাপক রুমানা আলী টুসির নির্বাচনী জনসভায় জনতার ঢল নেমে এসেছে।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার শ্রীপুর চৌরাস্তার বনরূপা সিনেমা হলের দক্ষিণ পাশে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ নৌকা প্রতীক নানা রঙে সাজিয়ে আনন্দ উল্লাসে ঢাকঢোল বাজিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভায় অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামিল হাসান দূর্জয়।
সভায় রুমানা আলী টুসি বলেন, আজকে এ জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছে। আমার বাবার ভালোবাসার প্রতিফলন দেখতে পাচ্ছি। আর এতেই বুঝা যায় শ্রীপুরে মানুষ নৌকাকে ক্ষমতায় দেখতে চায়। আপনারা ভোট দিলে জিতে যাবে আওয়ামী লীগ, জিতে যাবে শেখ হাসিনা, জিতে যাবে নৌকা। এটাই আমাদের দরকার আর কিছু চাওয়া-পাওয়া নেই। নৌকা বিজয়ী হলে আমি চেষ্টা করবো শ্রীপুরকে শান্তভাবে চালাতে। আপনারা আমাকে নৌকায় ভোট দিয়ে শ্রীপুরকে উন্নয়ন করার সুযোগ করে দিন।
সভায় সাবেক শ্রীপুর বিশ্ববিদ্যালয়ের ভিপি আহসানউল্লাহ এর সঞ্চালনায় আরও বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম প্রধান, পৌর মেয়র আনিসুর রহমান আনিস, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ মো. আব্দুল জলিল, মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন জর্জ, সাবেক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিন প্রমুখ।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ