ময়মনসিংহ গৌরীপুরে পূর্ব শত্রুতার জেরে বড় ভাই হযরত আলীর ঘর আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত মো. রফিক ওরফে রবি।
বুধবার (৩ জানুয়ারি) সকালে উপজেলার অচিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় হযরত আলী বাদী হয়ে বুধবার রাতেই গৌরীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, হযরত আলীর সাথে তার সহোদর রবির পারিবারিক বিষয় নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। ঘটনার দিন হযরত আলী কৃষি জমিতে কাজ করতে যান। এ সময় তার ৫ ছেলে-মেয়ে স্কুল-কলেজে চলে যান। এ সুযোগে রবি রামদা নিয়ে ফাঁকা বাড়িতে এসে ঘরের বেড়া কুপিয়ে কাটেন ও আগুন ধরিয়ে দেন। ঘরে থাকা নগদ এক লাখ টাকা ও মূল্যবান জিনিসপত্র লুটপাট করে নিয়ে যান বলেও অভিযোগ করেন হযরত আলী।
পার্শ্ববতী ইসলাম অটো রাইস মিলের শ্রমিক আবুল কালাম প্রথমে আগুন জ্বলতে দেখেন। পরে তিনি মিল মালিক ইসলাম উদ্দিন ও অন্যান্য শ্রমিকদের জানান। তারা আসতেই রবি পালিয়ে যান।
মিল মালিক ইসলাম উদ্দিন জানান, তার মিলে থাকা আগুন নির্বাপক যন্ত্র ও মিলের মোটর চালু করে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে গৌরীপুর ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
হযরত আলীর কলেজ পড়ুয়া মেয়ে জ্যোনাকি আক্তার জানান, তাদের ঘরে কোনো কিছুই আর অবশিষ্ট নেই। টিভি, ফ্রিজ, দুইটি খাট, বিছানাপত্র, ধান, চাল ও তার স্কুলের সার্টিফিকেট, কলেজের বই সবকিছু পুড়ে গেছে।
গৌরীপুর থানার ওসি সুমন চন্দ্র রায় জানান, আগুনের ঘটনায় হযরত আলী বাদী হয়ে তার ছোটভাই বরির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ