আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে ফরিদপুরকে বেকারত্ব ও সন্ত্রাসমুক্ত করবেন বলে অঙ্গিকার করেছেন ফরিদপুর-৩ (সদর) আসন থেকে ঈগল প্রতীকে প্রতিদ্বন্দ্বী করা স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ। এছাড়াও এখানে বিশ্ববিদ্যালয় করার ঘোষণাও দিয়েছেন তিনি।
ফরিদপুর-৩ আসনের এই প্রার্থী বলেন, স্বাস্থ্যসেবায় ফরিদপুর পিছিয়ে রয়েছে। নির্বাচিত হলে সেটিও উন্নত করব। সেজন্য এখানে মেডিকেল কলেজ করব।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে ফরিদপুর রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
ফরিদপুরকে একটি শিল্পনগরী করার প্রত্যয় ব্যক্ত করে ঈগল প্রতীকের এই প্রার্থী বলেন, ফরিদপুরকে একটি শিল্প নগরী হিসেবে গড়ে তুলতে ইতোমধ্যে আমরা অনেক জমি কিনেছি। ফরিদপুরের ছেলেমেয়েদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে গেরদা ইউনিয়নে ট্রেনিং সেন্টার করেছি।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ফরিদপুরকে বিভাগ ঘোষণা করা হোক। আর ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশন করা হোক।
নয়া শতাব্দী/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ