মাগুরায় জাতীয় দলের একঝাক তারকা ক্রিকেটারদের আগমনে উৎসবের আমেজ। আর এই উৎসবকে ভিন্ন মাত্রা যোগ করেছে মাশরাফি বিন মোর্ত্তজা, সৌম্য, রনিসহ জাতীয় দলের অন্য ক্রিকেটারা।
বিশেষ করে নড়াইল-২ আসনের নৌকার প্রার্থী মাশরাফি নিজের প্রচার-প্রচারণা বাদ দিয়ে সতীর্থের জন্য আজ বৃহস্পতিবার ছুটে এসেছেন মাগুরায়। অন্যরা এসেছেন একদিন আগেই।
ছাদ খোলা গাড়িতে করে লিফলেট বিতরণ, হান্ড মাইকে প্রচারণাসহ নানা গণসংযোগের মধ্য দিয়ে সাকিব আল হাসানের সাথে তারা একাট্টা মাগুরা-১ আসনের নির্বাচনী মাঠে।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল থেকেই এই দৃশ্য ছিল মাগুরা শহরের নির্বাচনী উৎসবের অন্যতম অংশ।
বৃহস্পতিবার সকালে সাদা রঙয়ের একটি প্রাইভেটকারে জেলা পরিষদের রেস্ট হাউজে সাকিব আল হাসানের সাথে স্বাক্ষাত করেন মাশরাফি।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ