ঢাকা, শনিবার, ৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১, ১ রবিউস সানি ১৪৪৬

গফরগাঁওয়ে ১১১ ভোট কেন্দ্রের মধ্যে ৭৩ ঝুঁকিপূর্ণ

প্রকাশনার সময়: ০৪ জানুয়ারি ২০২৪, ১৮:০৬

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১০ গফরগাঁও আসনে মোট ভোটকেন্দ্র ১১১টি। এরমধ্যে ৭৩টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। ৭৩টির মধ্যে আবার ৩৩টিকে অধিক ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে।

গফরগাঁও উপজেলার গফরগাঁও থানা ও পাগলা থানায় নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সরেজমিন ঘুরে অধিক ঝুঁকিপূর্ণ ও অধিক ঝুঁকিপূর্ণ এসব কেন্দ্রের তালিকা তৈরি করেছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, অধিক ঝুঁকিপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে পুলিশ ও আনসার সদস্য সংখ্যা বাড়ানোর পাশাপাশি বিশেষ নজরদারি রাখা হবে। ভোটকেন্দ্রে ভোটারদের নিরাপত্তা এবং সকল ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে ভোটকেন্দ্রে বাড়ানো হবে স্ট্রাইকিং ফোর্স ও ভ্রাম্যমান টিমের সংখ্যা।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ