ঢাকা, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধাসহ নিহত ২

প্রকাশনার সময়: ০৪ জানুয়ারি ২০২৪, ১৭:৫০

টাঙ্গাইলের মির্জাপুর ও ঘাটাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় মু‌ক্তি‌যোদ্ধাসহ দুইজন নিহত হ‌য়ে‌ছেন।

বৃহস্প‌তিবার (৪ জানুয়া‌রি) মির্জাপু‌রে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উপজেলার শুভুল্লা এলাকায় সকা‌লে অজ্ঞাত প‌রিবহ‌নের ধাক্কায় বীর মু‌ক্তি‌যোদ্ধা সুলতান উদ্দিন এবং দুপু‌রে ঘাটাইলের পাকু‌টিয়া এলাকায় বাস ও সিএন‌জির সংঘ‌র্ষে আতিক হাসান (৩০) মারা যান।

মির্জাপুরের ফতেপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা তাজউদ্দিন জানান, সুলতান উদ্দিন ফজরের নামাজ পড়ে প্রাতভ্রমণে বের হন। হাঁটাহাঁটির সময় অজ্ঞাত যানবাহন তাকে চাপা দিলে গুরুতর হন। পরে স্থানীয়রা উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে গে‌লে চিকিৎসক সুলতান উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার (ওসি) মোল্লা টুটুল বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঘাটাইল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন জানান, দুপুরে উপজেলার পাকুটিয়া বাসস্ট্যান্ড এলাকায় প্রান্তিক প‌রিবহ‌নের বাসের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান সিএনজি চালক আতিক হাসান। তার বাড়ি উপজেলার চৈথট্র গ্রামে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ