সুনামগঞ্জ জেলায় চতুর্থ দিনের মতো আদালত বর্জন করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শেখ হাসিনার পদত্যাগ, ‘ডামি নির্বাচন’ বর্জন, বিচার বিভাগের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা, বিচারের নামে অবিচার বন্ধের দাবি এবং জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে দেয়ার লক্ষ্যে এই কর্মসূচি পালন করা হচ্ছে।
বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) বেলা ১২টায় জেলা প্রশাসনের কার্যালয় প্রাঙ্গনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিতে বক্তারা ৭ জানুয়ারি ভোট না দেওয়ার আহ্বান জানান।
এসময় জেলা আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মাসুক আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হক, জেলা বিএনপির সহ-সভাপতি মল্লিক মঈনউদ্দিন সোহেল, অ্যাডভোকেট আবুল মজাদ, অ্যাডভোকেট শামসুর রহমান, অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন, অ্যাডভোকেট মোশাহিদ আলী, অ্যাডভোকেট আমিরুল হক, অ্যাডভোকেট মামুনুর রশিদ কয়েছ, অ্যাডভোকেট কামাল হোসেন, অ্যাডভোকেট নাজিম কয়েস, অ্যাডভোকেট আজমল হোসাইন, অ্যাডভোকেট সালেহ আহমেদ, অ্যাডভোকেট সুদীপ বনিক, অ্যাডভোকেট আইন উদ্দিন, অ্যাডভোকেট সাদিকুর রহমান, অ্যাডভোকেট ওবায়দুর চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে আগামী ৭ জানুয়ারি পর্যন্ত এই কর্মসূচি চলবে।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ