ঢাকা, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

সিংড়ায় পুলিশ-বিএনপির সংঘর্ষে ৩ পুলিশ সদস্য আহত

প্রকাশনার সময়: ০৪ জানুয়ারি ২০২৪, ১৪:৫৩

নাটোরের সিংড়ায় লিফলেট বিতরণকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে তিন পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির লিফলেট বিতরণকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় বিএনপি লিফলেট বিতরণ শুরু করে। এতে পুলিশ বাধা দিলে পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের সংঘর্ষ বেধে যায়। এ সময় সিংড়া থানার এসআই খাইরুজ্জামান, এসআই আব্দুর রহিম ও পুলিশ সদস্য আব্দুল খালেকসহ বেশ কয়েকজন আহত হয়।

নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, বিএনপির কর্মীদের অতর্কিত হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় বিএনপির কর্মীরা বেশ কয়েকটি পরিবহনে ভাঙচুর চালায়। এরপর পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ (৪০), প্রফেসর এস এম জার্জিস কাদির (৬০), মো. আসাদ আলীকে (২৫) আটক করে করা হয়।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ