ঢাকা, শনিবার, ৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১, ১ রবিউস সানি ১৪৪৬

প্রাতভ্রমণে বের হয়ে সড়কে প্রাণ গেল বীর মুক্তিযোদ্ধার

প্রকাশনার সময়: ০৪ জানুয়ারি ২০২৪, ১৩:২৫ | আপডেট: ০৪ জানুয়ারি ২০২৪, ১৩:৩৯

টাঙ্গাইলের মির্জাপুরে প্রাতভ্রমণে বের হয়ে সড়ক দুর্ঘটনায় সুলতান উদ্দিন নামে এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার শুভুল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

অবসরপ্রাপ্ত সেনা সদস্য সুলতান উদ্দিন শুভুল্লা গ্রামের বাসিন্দা।

ফতেপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা তাজ উদ্দিন জানান, প্রতিদিনের মতো সুলতান উদ্দিন ফজরের নামাজ পড়ে প্রাতভ্রমণে বের হন। বৃহস্পতিবার ফজরের নামাজ শেষে মহাসড়কের সার্ভিস লেন দিয়ে হাঁটাহাঁটির সময় অজ্ঞাত যানবাহন তাকে চাপা দিলে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মির্জাপুর গোড়াই হাইওয়ে থানার ওসি মোল্লা টুটুল এ তথ্য নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা সুলতান উদ্দিনের মৃত্যুর খবরে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ