ঢাকা, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

মঠবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় ১ জনের মৃত্যু 

প্রকাশনার সময়: ০৪ জানুয়ারি ২০২৪, ১২:৪৪

পিরোজপুর-৩ আসনের মঠবাড়িয়ায় প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকদের হামলায় জাহাঙ্গীর পঞ্চাইত (৬০) নামের একজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) সকালে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত জাহাঙ্গীর পঞ্চাইত উপজেলার মিরুখালী ইউনিয়নের নাগ্রাভাংগা গ্রামের তোতাম্বর পঞ্চাইতের ছেলে। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-৩ মঠবাড়িয়া আসনের স্বতন্ত্র প্রার্থী শামীম শাহনেওয়াজের কলার ছড়ি প্রতীকের সমর্থক ছিলেন।

জানা গেছে, নির্বাচনি বিরোধের জেরে বুধবার দুপুরে নাগ্রাভাংগা এলাকায় দুই গ্রুপে সংঘর্ষ বাধে। ওই সংঘর্ষের জেরে বিকেলে বাড়ি থেকে বাদুরা বাজারে যাওয়ার পথে প্রতিপক্ষরা জাহাঙ্গীরের ওপর হামলা চালায়। পরে তাকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে চিকিৎসাধীন আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ