ঢাকা, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজা নিহত

প্রকাশনার সময়: ০৪ জানুয়ারি ২০২৪, ০০:০০ | আপডেট: ০৪ জানুয়ারি ২০২৪, ১২:২১

ঝিনাইদহ সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় চাচা আলী হোসেন (৬০) ও ভাতিজা মাহফুজুর রহমান (২০) নিহত হয়েছেন। বুধবার সকালে ঝিনাইদহ সদর উপজেলার পাঁচমাইল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- সদর উপজেলার সাধুহাটী ইউনিয়নের রাঙ্গীয়ারপোতা গ্রামের আব্দুস ছামাদের ছেলে আলী হোসেন ও গোলাম নবীর ছেলে মাহফুজুর রহমান।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত চাচা-ভাতিজা আলমসাধুযোগে রাঙ্গীয়ারপোতা গ্রামের বাড়ি থেকে পাটকাঠি কিনতে ফরিদপুর যাচ্ছিলেন। পথে ঘটনাস্থলে পৌঁছালে আলমসাধু গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায়। পরে পেছন থেকে একটি ট্রাক তাদেরকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই চাচা-ভাতিজা নিহত হয়। পরে তাদের সঙ্গে থাকা অন্য আলমসাধুর যাত্রীরা মরদেহ নিয়ে বাড়িতে চলে যায়।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ