টাঙ্গাইলের ভূঞাপুরে একটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ক্লাস নেয়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে রিনা আক্তার (৩৮) নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে।
বুধবার (৩ জানুয়ারি) উপজেলার উত্তর জগতপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
মৃত শিক্ষিকা রিনা আক্তার উপজেলার অর্জুনা ইউনিয়নের শুশুরা গ্রামের মিজানুর রহমানের স্ত্রী।
উত্তর জগতপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোয়ার জাহান বলেন, ওই শিক্ষক শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছিলেন। হঠাৎ করে তিনি চেয়ার থেকে মেঝেতে পড়ে যান। তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুস সোবহান বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। পরে সহকর্মী ও স্বজনরা ওই শিক্ষকের মৃতদেহ বাসায় নিয়ে যান।
নয়া শতাব্দী/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ