ঢাকা, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

মেহেরপুরে বোমা বিস্ফোরণে কৃষক আহত

প্রকাশনার সময়: ০৩ জানুয়ারি ২০২৪, ১৪:০৪ | আপডেট: ০৩ জানুয়ারি ২০২৪, ১৪:০৬

মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামের মাঠে বোমা বিস্ফোরণে সোহান (৪০) নামের এক কৃষক গুরুতর আহত হয়েছেন।

বুধবার (০৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা হয়।

আহত সোহান উপজেলার শোলমারী গ্রামের হামিদুল ইসলামের ছেলে। গুরুতর আহত অবস্থায় সোহানকে মেহেরপুর জেনারেল হাসপাতাল থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

শোলমারী গ্রামের কৃষক মুকুল হোসেন জানান, শোলমারী গ্রামের মাঠে সোহান তার কলা খেতে কাজ করছিলেন। এক পর্যায়ে সেখানে বোমার বিস্ফোরণের শব্দ শুনে কৃষকরা এগিয়ে গিয়ে সোহানকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। সেখান থেকেই তাকে হাসপাতালে আনা হয়। আহত সোহানের মা রোকেয়া খাতুন জানান, কলাখেত থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে ঘাসের মধ্যে পায়ের নিচে পড়ে বোমা বিস্ফোরণ হয়। এতে সোহান আহত হয়েছে। মেহেরপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন সোহানের বুকের ডান পাশে পেট ও হাত-পায়ে বোমার স্টিলিন্টা‌রের গুরুতর জখম রয়েছে।‌ উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কনি মিয়া জানান, কিভাবে বোমা বিস্ফোরণ হয়েছে এবং বোমাটি কোথা থেকে আসলো তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষেই পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ