ঢাকা, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জয়পুরহাটে বিএনপিপন্থি আইনজীবীদের আদালত বর্জন

প্রকাশনার সময়: ০৩ জানুয়ারি ২০২৪, ১৩:৩৩

গণতন্ত্র ও আইনের সুশাসন পূর্ণ প্রতিষ্ঠা, বিচারের নামে অবিচার বন্ধের দাবিতে জয়পুরহাটে ১ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত আদালত বর্জনের ৩য় দিনের প্রতিবাদ কর্মসূচি পালন করেছে জয়পুরহাট জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

বুধবার (০৩ জানুয়ারি ) দুপুর ১২টায় জেলা আইনজীবী সমিতি চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট সালামত আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম তালুকদার তরুণ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহানুর রহমান শাহিন, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশিদ, সদস্য অ্যাডভোকেট তানজির আল ওহাবসহ বিএনপিপন্থি আইনজীবীরা।

এসময় বক্তারা বলেন, সরকারের পাতানো ও ডামি নির্বাচন বর্জন ও ভোটাদের আগামী ৭ তারিখে ভোটকেন্দ্রে না যাওয়ার আহ্বান জানান।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ