নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় স্বতন্ত্র প্রার্থীর তিন কর্মী আহত হয়েছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার বিশকাকুনী ও খলিশাউড় ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নৌকার প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেনের কর্মীরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মাজহারুল ইসলাম সোহেলের।
তিনি বলেন, পুটিকা বাজারে নির্বাচনী ক্যাম্পে তার কর্মী-সমর্থকদের ওপর নৌকা প্রার্থীর কর্মীরা লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এসময় মোটরসাইকেল ভাঙচুরসহ কর্মী-সমর্থকদের ওপর হামলা করা হয়। সেখানে বোরহান উদ্দিন ও মোস্তফা নামের দুই কর্মী আহত হন।
এছাড়া রাত ৮টার দিকে খলিশাউড় ইউনিয়নের ইসুলীয়া বাজারে মো. রকিব নামের এক কর্মীকে পিটিয়ে আহত করা হয়েছে এবং নির্বাচনী ক্যাম্পে ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
এ ব্যাপারে নৌকার প্রার্থী আহমেদ হোসেনের বক্তব্যর জন্য মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, অপ্রীতিকর ঘটনা বন্ধে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খবিরুল আহসান বলেন, স্বতন্ত্র প্রার্থীর কাছ থেকে মুঠোফোনে বিষয়টি শোনার সঙ্গে সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নয়া শতাব্দী/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ