ঢাকা, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

নৌকার পক্ষে গণসংযোগ-লিফলেট বিতরণ করেন মঞ্জুর মেয়ে ও নাতি

প্রকাশনার সময়: ০২ জানুয়ারি ২০২৪, ২৩:৩৫

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ আসনে ১৪ দলীয় জোট প্রার্থী জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর নৌকা মার্কার পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ করছেন তার মেয়ে তারিন হোসেন ও তার নাতি রাইয়ান আহমেদ।

মঙ্গলবার বিকেলে (২ জানুয়ারি) উপজেলার চিড়াপাড়া, সদর রোড, কাউখালী টেম্পু স্টান, ডাকবাংলা মোড়, বাসস্টান, কেন্দ্রীয় আশ্রম মোড় সহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নেতাকর্মীদের নিয়ে ব্যবসায়ী, সাধারণ জনগণ ও পথচারীদের মাঝে তারা লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।

এ সময় তারিন হোসেন ও রাইয়ান আহমেদ সকলের উদ্দেশ্যে বলেন, উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন মঞ্জুর নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ