ঢাকা, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

‘উন্নয়নের ধারাকে রক্ষায় নৌকার কোনো বিকল্প নাই’

প্রকাশনার সময়: ০২ জানুয়ারি ২০২৪, ২০:১০ | আপডেট: ০২ জানুয়ারি ২০২৪, ২০:১১

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকার কোনো বিকল্প নাই বলে জানিয়েছেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য ও দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।

মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের মির্জাগঞ্জ বাজারে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

৭ জানুয়ারির নির্বাচনে আবারো নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার বলেন, এখন গ্রাম শহরে পরিণত হয়েছে। দেশের এমন কোনো এলাকা নাই যেখানে বিদ্যুৎ পৌঁছে নাই। এলাকার সব রাস্তাঘাট পাকা হয়েছে।

সাবেক রাষ্ট্রদুত আমিনুল হোসেন সরকারের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক চৌধুরী, আওয়ামী লীগ নেতা আলহাজ করিমুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন বাবু ও জোড়াবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তেহেশামুল হক।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ