সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

চাঁদপুরে ফেন্সিডিলসহ দুইজন গ্রেফতার

প্রকাশনার সময়: ০২ জানুয়ারি ২০২৪, ১৯:৪৯

চাঁদপুরের কচুয়ায় ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ জানুযয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের নুরপুর পূর্বপাড়া মুক্তা মার্কেটের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিনা হলেন- বরুড়া উপজেলার মধ্য লক্ষীপুর গ্রামের মনু মিয়ার ছেলে মোহন মিয়া (৩৫) ও মৃত শহিদ উল্লাহ এর ছেলে আরিফ হোসেন (২৮)।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমানের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ এনামুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার নুরপুর পূর্বপাড়া মুক্তা মার্কেটের সামনে থেকে মোহন মিয়ার কাছ থেকে ২৫ বোতল ফেন্সিডল ও আরিফ হোসেনের ভাড়াচালিত সিএনজি জব্দ করা হয়েছে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ও নিয়মিত মামলার আসামি হিসেবে গ্রেফতার করে তাদেরকে চাঁদপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ