চট্টগ্রামের সীতাকুণ্ডে ডাকাতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্রসহ ৪ ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পৌরসভার সীতাকুণ্ড পেট্রোল পাম্প এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- সৈয়দপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের উত্তর কেদারখিলের আনোয়ার হোসেনের ছেলে মো. আরিফ হোসেন (২৫), মাধ্যম এয়াকুব নগরের মৃত ইসহাকের ছেলে ইমন হোসেন সবুজ (২৫), দক্ষিণ ইদিলপুর ৮ নং ওয়ার্ডের মাহফুজুর রহমানের ছেলে ইমন হোসেন, মাহফুজুর রহমানের ছেলে জাহিদ হোসেন (১৯) ও এয়াকুব নগর এলাকার মৃত গোলাম রহমানের ছেলে জয়নাল আবেদীন প্রকাশ সাহাব উদ্দিন (৩০)।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে সীতাকুণ্ড থানার এসআই খরশিক আলম সঙ্গীয় ফোর্স নিয়ে ডিউটি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, বটতল এলাকার সীতাকুণ্ড পেট্রোল পাম্পের ২০০ গজ উত্তরে ঢাকাগামী লেনের পশ্চিম পাশে একদল ডাকাত রোড ডাকাতির জন্য জড়ো হয়েছে।
খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছালে ডাকাত দলের সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তালিকাভুক্ত চার ডাকাত দলের সদস্যকে আটক করে। এ সময় তাদের কাছে অস্ত্র উদ্বার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি দেশীয় তৈরি এলজি, দুটি লাল রঙের রাবারের কার্তুজ, দুটি লোহার পাইপ, একটি কালো ফাইবার বাটাযুক্ত ছুরি, একটি কালো লোহার রড এবং দুটি হলুদ রঙের ফাইবার বাটযুক্ত চাকু জব্দ করা হয়েছে।
এই বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার তদন্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ জানান, আসামিরা দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চতুরতার সঙ্গে বিভিন্ন গাড়িকে রড দিয়ে আঘাত করে এবং আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে গাড়ি থামিয়ে ডাকাতি করতো। তাদের বিরুদ্ধে থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
মঙ্গলবার আরিফকে অস্ত্র মামলা ও অপর তিনজন সহযোগীকে ডাকাতির প্রস্তুতির মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ