ঢাকা, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জামালপুরে ট্রাকের ধাক্কায় ৩ জনের মৃত্যু 

প্রকাশনার সময়: ০২ জানুয়ারি ২০২৪, ১৮:২৯

জামালপুর সদরে সিএনজিচালিত অটোরিকশায় ট্রাকের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের ভারুয়াখালী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন- শেরপুর সদর উপজেলার মুন্সিরচর এলাকার মোজাফফর হোসেন (৩৮), সিএনজি চালক শেরপুরের নন্দীর বাজার ব্যাঙের মোড় এলাকার আরমান মিয়া (৩৪) ও ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের খোকন মিয়া (৩৫)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভারুয়াখালী বাজার এলাকায় সিএনজি চালিত একটি অটোরিকশা অপর একটি অটোরিকশা ও বেটারি চালিত অটোরিকশাকে অভারটেক করতে গেলে বালু বোঝাই দ্রুতগামী ড্রামট্রাকের মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হলে এই হতাহতের ঘটনা ঘটে।

নরুন্দি তদন্ত কেন্দ্রের আইসি নূর মোহম্মদের নেতৃত্বে পুলিশের একটি দল এখন দুর্ঘটনাস্থলে রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার জামালপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে মুক্তাগাছাগামী বালুবাহী একটি ট্রাক জামালপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিন জনের মৃত্যু হয়। এ সময় আহত হয়েছেন আরও তিন জন। আহত তিন জনকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

জামালপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত কবির বলেন, বালুবাহী ট্রাকের ধাক্কায় সিএনজির তিনজনের মৃত্যু হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

নয়াশতাব্দী/একে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ