পিরোজপুরের কাউখালীতে 'সমাজ সেবায় গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ' এই স্লোগানকে সামনে রেখে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষ্যে এক শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ জানুয়ারি) সকাল ১১টায় কাউখালী উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতরের আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মহাসিন কবির, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুনিবুর রহমান, সমাজসেবক আব্দুল লতিফ খসরু।
এ সময় উপস্থিত ছিলেন কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।
আলোচনা শেষে সমাজ সেবা দিবস উপলক্ষ্যে উপজেলার ৬৪ জন ঋণ গৃহীতাকে ২১ লাখ ৯০ হাজার টাকা সুদ মুক্ত ঋণ বিতরণ করা হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মহাসিন কবির জানান, কাউখালীতে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ ৮ হাজার এক শত ৩৩ জন ব্যক্তি বিভিন্ন প্রকার ভাতা পাচ্ছে।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ