ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬

ময়মনসিংহে মাধ্যমিক বিদ্যালয়গুলো পেয়েছে ৭০ শতাংশ নতুই বই

প্রকাশনার সময়: ০২ জানুয়ারি ২০২৪, ১৬:১৬

বছরের প্রথম দিন উৎসব করে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হয়। তবে ১ জানুয়ারি থেকে বই উৎসব শুরু হলেও এখনো শতভাগ বই পাইনি ময়মনসিংহ জেলার মাধ্যমিক বিদ্যালয়গুলো। যেখানে মাধ্যমিক বিদ্যালয়গুলো ৭০ শতাংশ নতুন বই পেয়েছে। এতে বছরের প্রথম দিনে সব শিক্ষার্থীর হাতে সব বই তুলে দেওয়া সম্ভব হয়নি।

জানা যায়, ময়মনসিংহ জেলায় এবার ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির ৬ লাখ ৫৫ হাজার ৮৩৫ শিক্ষার্থীর বিপরীতে নতুন বইয়ের চাহিদা রয়েছে চাহিদার ৭২ লাখ ৮৭ হাজার ৮৯৩টি। তার মধ্যে ৫১ লাখ ২ হাজার ৮৬৫টি বই পাওয়া গেছে। যা মোট চাহিদার ৩০ শতাংশ কম।

মাধ্যমিক জেলা শিক্ষা কর্মকর্তা মোহছিনা খাতুন বলেন, এ বছর জেলায় ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত মোট শিক্ষার্থী সংখ্যা ৬ লাখ ৫৫ হাজার ৮৩৫ জন। এসব শিক্ষার্থীদের বিপরীতে নতুন বইয়ের মোট যে চাহিদা রয়েছে তার ৭০ শতাংশ বই এসেছে।

গত বছরের চেয়ে এবার অনেক বেশি বই আমরা হাতে পেয়েছি। আশা করছি বাকি ৩০ শতাংশ বই জানুয়ারি মাসের মাঝে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেয়া সম্ভব হবে বলে জানান তিনি।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ