ঢাকা, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

‘বিএনপি-জামায়েতের শিকড় বাংলাদেশ থেকে উপড়ে ফেলা হবে’

প্রকাশনার সময়: ০১ জানুয়ারি ২০২৪, ২২:৫২

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, রাজাকারদের বংশধররা এখনো রয়েছে। তারা এখনো ষড়যন্ত্র করছে। তারা চায় বাংলাদেশ যাতে না থাকে। তারা বাংলাদেশকে ধ্বংস করতে চায়। রাজাকার আলবদরা চায় আগামী ৭ জানুয়ারির নির্বাচন যাতে অনুষ্ঠিত না হয়। তারা নির্বাচন কোনো দিনই বানচাল করতে পারবে না।

সোমবার (১ জানুয়ারি) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মো. আব্দুর রাজ্জাক বলেন, আজকে পাকিস্থানের ভূত যাদের ঘাড়ে রয়েছে, তাদের প্রেতাত্মারা নির্বাচন বানচাল করার চেষ্টা করছে। দেশে ও শান্তির স্বার্থে বাংলাদেশকে সমৃদ্ধ করার

স্বার্থে প্রয়োজনে শিবির-জামায়েত-বিএনপি’র শিকড় আমরা বাংলাদেশ থেকে উপড়ে ফেলবো। আপনারা ঐক্যবদ্ধ হন। বিএনপি’র সন্ত্রাস তা মেনে নেয়া যায় না।

তিনি বলেন, যারা নৌকার পক্ষে তারা ত্যাগী ও সাহসী। আদর্শের সাথে তারা কোন দিন আপষ করে না। জীবন বাজি রেখে যুদ্ধ করে। আজকের এই নির্বাচনী জনসভার ঢেউ টাঙ্গাইল সদরের প্রতিটি এলাকায় লাগবে। নৌকার বিজয় অবশ্যই হবে ইনশাল্লাহ।

কাকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদিউজ্জামান ফারুকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, যুগ্ম-সাধারণ সম্পাদক সুভাস চন্দ্র সাহা, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুর হক আলমগীর, চিত্রনায়িকা মুনমুন প্রমুখ।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ