পিরোজপুর-১ আসনের নৌকা মার্কার প্রার্থী মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম. রেজাউল করিম বলেছেন, বঙ্গবন্ধুর নৌকা, শেখ হাসিনার নৌকা, মুক্তিযুদ্ধের নৌকা, আওয়ামী লীগের নৌকা, নৌকার গণজোয়ার দেখে নৌকার প্রতিদ্বন্দ্বী প্রার্থী অনেকটা উন্মাদ হয়ে নৌকার জোয়ার ঠেকাবার জন্য সহিংসতার আশ্রয় নিচ্ছেন। বিষয়টা প্রশাসনকে জানিয়েছি যদি প্রশাসন ব্যবস্থা না নেয় তাহলে মানুষই তাদের রুখে দাঁড়াবে।
সোমবার (১ জানুয়ারি) দুপুরে ইন্দুরকানী উপজেলার রাজিয়া রশিদ মাদরাসা মাঠে নির্বাচনী পথসভায় এ কথা বলেন।
শ.ম.রেজাউল করিম বলেন, নৌকার গণ জোয়ার দেখে ঈগল মার্কার প্রার্থী আমার নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে দমন করার চেষ্টা করছে। গতকয়েক দিন ধরে বিভিন্ন স্থানে তারা আমার নেতাকর্মীদের ওপর হামলা চালায়।
পিরোজপুর-১ (পিরোজপুর সদর-নাজিরপুর-ইন্দুরকানী) আসন থেকে আওয়ামী লীগ মনোনীত মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম. রেজাউল করিম (নৌকা) প্রতীক, জেলা আওয়ামী লীগের সভাপতি স্বতন্ত্র প্রার্থী এ কে এম এ আউয়াল (ঈগল) প্রতিক, জাতীয় পার্টি মনোনীত মো. নজরুল ইসলাম (লাঙ্গল) প্রতীক এবং তৃণমূল বিএনপি মনোনীত ইয়ার হোসেন রিপন (সোনালী আঁশ) প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
পিরোজপুর-১ আসন ২১ টি ইউনিয়ন ১ টি পৌরসভা নিয়ে গঠিত। এ আসনে মোট ৩ লাখ ৬৭ হাজার ৩৭ জন ভোটার ভোট প্রদান করবেন। তাদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৬ হাজার ৩০৪ এবং নারী ভোটার রয়েছে ১ লাখ ৮০ হাজার ৭৩৩ জন।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ