ঢাকা, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

নীলফামারীতে দেওয়াল ধসে শিশুর মৃত্যু

প্রকাশনার সময়: ০১ জানুয়ারি ২০২৪, ২০:০৬

নীলফামারীর সৈয়দপুরে দেওয়াল ধসে সামির হোসেন নামে দশ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১ জানুয়ারি) বিকেলে শহরের সাহেবপাড়া গেট বাজার সংলগ্ন এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সামির হোসেন শহরের মিস্ত্রিপাড়ার মো. নাদিমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সামির ও তার বন্ধুরা মাঠে ব্যাটবল খেলছিল। বল পাশের একটি পুরাতন বাড়ির সানসেডে আটকে যায়। বল আনতে গিয়ে ওই সানসেডে উঠার সময় পুরাতন একটি দেওয়াল সামিরের ওপর ধসে পড়ে। পরে তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেওয়ার পথেই মারা যায়।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ