মুন্সীগঞ্জের গজারিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।
সোমবার (১ জানুয়ারি) ভোর ৪টায় ও বিকেল ৪টার দিকে উপজেলার মেঘনা গোমতী সেতুর ওপর এই দুটি দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মুকুল মিয়া (৩০), ইমতিয়াজ (৫৮) ও সবুর হোসেন (৪৩)।
নিহত মুকুল মিয়া গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা নবাবগঞ্জ গ্রামের আব্দুল কাদের মিয়ার ছেলে। তিনি কাভার্ডভ্যানের চালক ছিলেন। অপরদিকে মোটরসাইকেলের চালক সবুর হোসেন ঢাকার কেরানীগঞ্জ এলাকার চরকুতুব উত্তর গ্রামের জিন্নাত হোসেন ছেলে এবং ইমতিয়াজ ওয়ারী সূত্রাপুর মহল্লার ইসহাক মিয়ার ছেলে।
ভবেরচর হাইওয়ে থানার ওসি হুমায়ুন কবির বলেন, মেঘনা-গোমতী সেতুর ওপরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে দ্রুতগতির কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এ সময় কাভার্ডভ্যানের চালক মকুল ঘটনাস্থলেই মারা যান।
অপরদিকে বিকেলে একই জায়গায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। নিহত সবুরের মরতেহ গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়িতে এবং অপরজনের মরদেহ দাউদকান্দি উপজেলার একটি বেসরকারি হাসপাতালে আছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ