সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

রংপুরে ৫দিন থেকে আশা এনজিও কর্মী নিখোঁজ

প্রকাশনার সময়: ০১ জানুয়ারি ২০২৪, ১৮:০০ | আপডেট: ০২ জানুয়ারি ২০২৪, ১৪:৫৮

রংপুরে আশা এনজিওর মাহিগঞ্জ ব্রাঞ্চের জালাল উদ্দিন নামের এক কর্মী ৫দিন থেকে নিখোঁজের সংবাদ পাওয়া গেছে। তিনি মিঠাপুকুর উপজেলার মাঝগ্রামের মজিবুর রহমানের ছেলে।

জালাল উদ্দিন পরিবার নিয়ে রংপুর নগরীর মাহিগঞ্জে ভাড়া বাসায় বসবাস করেতেন এবং আশা এনজিওতে চাকরি করতেন।

এঘটনায় মাহিগঞ্জ ব্রাঞ্চের ম্যানেজার আব্দুর রাজ্জাক গত ২৯ শে ডিসেম্বর শুক্রবার রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। জিডি ও পরিবার সূত্রে জানা গেছে গত বৃহস্পতিবার বিকেলে অফিসের লোনের উত্তোলনকৃত অর্থ অফিসে জমা দিয়ে জালাল উদ্দিন কালেকশনের জন্য অফিসের নিকটস্থ কশাইটারী এলাকায় যান। তার পর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

শাখা ম্যানেজার আব্দুর রাজ্জাক প্রতিবেদককে বলেন, আমারা তাকে খুঁজে না পেয়ে তার পরিবারকে বিষয়টি অবগত করি। অফিসিয়ালভাবে সিদ্ধান্ত নিয়ে জিডি করা হয়। তবে এ বিষয়ে নিখোঁজ জালাল উদ্দিনের স্ত্রী বিজলী বেগম আশা এনজিওর মাহিগঞ্জ ব্রাঞ্চের কর্তৃপক্ষকে সন্দেহ করে প্রতিবেদককে বলেন, আমার স্বামী জালাল উদ্দিন ঘটনার দিন অফিসে ছিলেন। অফিসের টাকা পয়সা জমাও দিয়েছেন। সেই অফিসে আমার স্বামীর মোটরসাইকেল এখনো রয়েছে, এজন্যই আমার ওই লোকজনকে সন্দেহ লাগে।

জিডি সংক্রান্ত বিষয়টি নিশ্চিত করে মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাছের বিল্লাহ বলেন, আমরা যথাযথভাবে অনুসন্ধান চালাচ্ছি ।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ