পিরোজপুরের কাউখালীতে শিক্ষার্থীরা হাতে পেলো নতুন বই। শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ। নতুন বছর নতুন দিন, নতুন বইয়ে হোক রঙিন এই প্রতিপাদ্যকে সামনে রেখে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ জানুয়ারি) বই বিতরণ উৎসব এর মধ্য দিয়ে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই পৌঁছে গেলো।
উপজেলার সরকারি বালক বিদ্যালয় ও সরকারি বালিকা বিদ্যালয়ের বই বিতরণ উৎসব অনুষ্ঠানে আলাদা আলাদা ভাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার সহধর্মিণী কৃষিবিদ চাঁদ সুলতানা জুঁই।
কাউখালী সরকারি বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল চন্দ্র সেনের সভাপতিত্বে অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন- কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিবুর রহমান, শিক্ষাঅনুরাগী আব্দুল লতিফ খসরু, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহমেদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, নুরুল হুদা বাবু, সাংবাদিক ফোরামের সভাপতি হাফেজ মাসুম বিল্লাহ সহ শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কাউখালী উপজেলার নির্বাহী কর্মকর্তার সহধর্মিণী কৃষিবিদ চাঁদ সুলতানা জুঁই সরকারি বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রীদের মাঝে ব্যক্তিগত পক্ষ থেকে টিফিন বক্স বিতরণ করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান জানান, কাউখালীতে মাধ্যমিক, দাখিল ও ইবতেদায়ী শাখায় মোট ৭ হাজার ৮ শত ২১ জন শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া হল নতুন বই।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিবুর রহমান জানান, কাউখালীতে প্রাথমিক বিদ্যালয়ের ৮ হাজার ২ শত ৪৫ শিক্ষার্থীরা পেল নতুন বই।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ