ঢাকা, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

নড়াইলে মাশরাফীকে সমর্থন করায় শ্রমিক দলনেতা বহিষ্কার

প্রকাশনার সময়: ০১ জানুয়ারি ২০২৪, ১৭:৪৩

নড়াইল-২ আসনে নৌকার মাঝি মাশরাফী বিন মোর্ত্তজাকে সমর্থন করে বক্তব্য দেওয়ায় ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি হুমায়ন কবীরকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (৩১ ডিসেম্বর) জাতীয়তাবাদী শ্রমিক দল সদর উপজেলা সভাপতি মো. আনিচুর রহমান ও সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সদরের শাহবাদ ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি হুমায়ুন কবির দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও মর্যাদা ক্ষুণ্ন করার তাকে সংগঠন থেকে বহিষ্কার এবং সংগঠনের সকল পদ থেকে তাকে অব্যাহতি দেয়া হয়েছে।

বহিষ্কৃত নেতা হুমায়ুন কবীর জানান, বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে দলজিৎপুর এলাকায় মাশরাফী বিন মোর্ত্তজার নির্বাচনি পথসভায় তার উন্নয়নমূলক কাজকে সমর্থন ও নৌকায় ভোট প্রার্থনা করে বক্তব্য রাখি। এ কারণে আমাকে দল থেকে বহিষ্কার করেছে।

জাতীয়তাবাদী শ্রমিক দল সদর উপজেলা সভাপতি মো. আনিচুর রহমান হুমায়ুনের বহিষ্কারের বিষয়টি স্বীকার করেন। মাশরাফীর নির্বাচনি জনসভায় বক্তব্য দেওয়ার কারণে তাকে বহিষ্কার করা হয়েছে কিনা এমন প্রশ্নে তিনি এড়িয়ে গিয়ে ফোন রেখে দেন।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ