সাভারের আশুলিয়ায় স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলামের নির্বাচনি অফিস ভাঙচুর করা হয়েছে। এসময় ৫ জনকে কুপিয়ে আহত করেছে নৌকা প্রতীকের প্রার্থী ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামের সমর্থকরা। এঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (০১ জানুয়ারি) সকালে গ্রেফতারকৃতদের আশুলিয়া থানা থেকে আদালতে পাঠানো হয়। তবে মূল আসামি ইয়ারপুর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ড মেম্বার রাজন ভূঁইয়া এখনও পলাতক রয়েছেন।
এর আগে, রোববার রাত ১০টার দিকে আশুলিয়ার পূর্ব নরসিংহপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
গ্রেফতারকৃতরা হলেন- আশুলিয়ার পূর্ব নরসিংহপুর এলাকার জাহিদ ভূঁইয়া (২৫), রাসেল কমান্ডার (৩২) ও জনি দেওয়ান (৩০)।
আহতরা হলেন-সানাউল্লা ভূঁইয়া সানি, সাগর, সুজন, এনামুল হক ও নুর ইসলাম। তারা সবাই ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলামের কর্মী।
রাতেই মনির হোসেন নামে একজন বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে পুলিশ।
এ ঘটনায় পলাতক আসামিরা হলেন, ইউপি সদস্য জলিল উদ্দিন রাজন ভূঁইয়া (৩৩) ও তার ছোট ভাই রাকিব ভূঁইয়া (২৮), মো. সাইফুল ইসলাম (৩৫), পালছার মাসুদ (৩৪), রনি দেওয়ান (২৫), ইমন (৩৫), নিজাম (৩২), আমানসহ (৪০) আরও অজ্ঞাত ২৫-৩০ জন। তারা আশুলিয়া থানার পূর্ব নরসিংহপুরের বাসিন্দা।
মামলা সূত্রে জানা যায়, পূর্ব নরসিংহপুর এলাকায় আমিনুল ইসলাম নামে এক ব্যক্তি ট্রাক প্রতীকের সমর্থনে নির্বাচনি ক্যাম্প স্থাপন করেন। এতে বাঁধা দেয় রাজন ভুইয়া ও তার সহযোগীরা। ৩১ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে হকিস্টিক, রাম দা, চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্রসহ রাজন ভূঁইয়ার নেতৃত্বে ওই কার্যালয়ে এসে ভাঙচুর করেন। খবর পেয়ে স্থানীয় শ্রমিক লীগ নেতা সানাউল্লাহ ভূঁইয়া সানি সেখানে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। ইউপি সদস্য রাজনের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম।পরে পাশের এলাকায় অবস্থিত স্বতন্ত্র প্রার্থীর আরও একটি অফিস ভাঙচুর চালিয়ে সেখানেও ৩ জনকে কুপিয়ে আহত করে।
স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে নৌকা প্রতীকের কর্মীরা আমার ট্রাক প্রতীকের নির্বাচনি ক্যাম্প রাজন মেম্বার ও তার ছোট ভাইসহ ৩০-৪০ জন মিলে ভাঙচুর করেছে। আমাদের কর্মীরা সেখানে গেলে তাদের চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে আহত করেছে।
তিনি অভিযোগ করে বলেন, নৌকার প্রার্থী প্রতিমন্ত্রী হওয়ায় ক্ষমতা ব্যবহার করে তার কর্মীদের দিয়ে এই হামলা করিয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) শেখ আবুল হাসান বলেন, এঘটনায় থানায় মামলা রুজু হয়েছে। অভিযান চালিয়ে রাতেই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগীরা স্থানীয় হাসপাতালে ভর্তি আছেন। জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ