নতুন বছরের নতুন বই পেয়ে উচ্ছ্বসিত পিরোজপুরের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার (১ ডিসেম্বর) সকালে বই উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের নতুন এই পাঠ্যপুস্তক তুলে দেওয়া হয়। নতুন বই পেয়ে বেশ খুশি শিক্ষার্থীরা। তাদের হাতে বই তুলে দিয়ে সন্তুষ্ট সংশ্লিষ্ট কর্মকর্তারাও।
এ বছর জেলায় ১ লাখ ৪০ হাজার ৪৯০ জন শিক্ষার্থীর হাতে ১৬ লাখ ৯১ হাজার ৫১৩ টি বই বিতরণ করা হয়।
পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিবেকানন্দ মজুমদারের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মো. ইদ্রিস আলী আযিযী।
বছরের প্রথম দিনে বই উৎসবের মাধ্যমে সকল শিক্ষার্থীর হাতে পৌঁছে দেওয়া হয়েছে এ নতুন বই। সকাল ১০টায় পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে বই উৎসবের সূচনা করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। এ সময় তিনি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ