ঢাকা, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বাউফলে নতুন বই পায়নি ৬৭ মাদরাসার ৮ম শ্রেণির শিক্ষার্থীরা

প্রকাশনার সময়: ০১ জানুয়ারি ২০২৪, ১৬:০০ | আপডেট: ০১ জানুয়ারি ২০২৪, ১৬:২৬

বই উৎসবের দিনে নতুন বই পায়নি পটুয়াখালীর বাউফল উপজেলার ৬৭টি মাদরাসার ৮ম শ্রেণির শিক্ষার্থীরা।

সোমবার (০১ জানুয়ারি) বছরের প্রথম দিনে ৬ষ্ঠ, ৭ম ও নবম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হলেও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বই দেয়া হয়নি।

ফলে অন্যান্য শ্রেণির শিক্ষার্থীদের মুখে হাসি ফুটে উঠলেও হাসি ছিল না ৮ম শ্রেণির শিক্ষার্থীদের মুখে। তাদেরকে খালি হাতে বাড়ি ফিরতে হয়েছে।

কেশবপুর ফজলুল হক ফাজিল মাদরাসার ৮ম শ্রেণির শিক্ষার্থী নাহিদ হোসেন বলেন,‘নতুন বছরে নতুন বই পাওয়ার আনন্দই আলাদা। বই না পেয়ে আমরা সেই আনন্দ থেকে বঞ্চিত হয়েছি। ইচ্ছা ছিল নতুন বই নিয়ে বাড়িতে গিয়ে মনোযোগ সহকারে লেখাপড়া শুরু করব। কিন্তু সেটা আর হলো না।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নাজমুল হক বলেন, ‘নির্দিষ্ট সময়ে ঠিকাদাররা অন্যান্য শ্রেণির বই সরবরাহ করলে ও ৮ম শ্রেণির বই আমাদেরকে দিতে পারেনি। তাই ওই শ্রেণির শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণে করা সম্ভব হয়নি। আমাদের চাহিদার ৭ লাখ ৮০ হাজার ৮৫০টি বইয়ের মধ্যে ৭ লাখ ৫০ হাজার ৮৫০টি বই বিতরণ করেছি। অবশিষ্ট অষ্টম শ্রেণির ৩০ হাজার বই হাতে না পাওয়ায় বিতরণ করতে পারিনি।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ