ঢাকা, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

সীতাকুণ্ডে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করায় যুবকের জরিমানা

প্রকাশনার সময়: ০১ জানুয়ারি ২০২৪, ১৫:৪১

চট্টগ্রামের সীতাকুণ্ডে আচরণবিধি লঙ্ঘনের অপরাধে সৌরভ হোসেন জয় (২৫) নামের এক যুবককে দশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (০১ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে মডেল থানা সংলগ্ন জেপিএস টাওয়ার আবাসিক ভবনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলা উদ্দিন।

জানা যায়, সোমবার রাতে নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন করে ওই যুবক। সৌরভ হোসেন জয় উপজেলার সোবহান এলাকার ৩নম্বর ওয়ার্ডের বাসিন্দা সোহরাব হোসেনের ছেলে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে দশ হাজার টাকা জরিমানা করেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলা উদ্দিন জানান, সীতাকুণ্ড মডেল থানার পাশের জেপিএস টাওয়ারে নৌকা প্রতীকের সমর্থনে শব্দ বর্ধক যন্ত্রের সাহায্যে প্রচারণা চালানোয় বিধিমালা’র ১৩ ধারা লঙ্ঘন করেছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ