ঢাকা, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ছিন্নমূল শীতার্তদের সঙ্গে বছর শুরু করলো ‘রূপসী নওগাঁ’

প্রকাশনার সময়: ০১ জানুয়ারি ২০২৪, ১৪:৪০

উত্তরের জেলাগুলোতে বইতে শুরু করছে শীতের হিমেল হাওয়া। গত কয়েকদিন যাবৎ শীতের তীব্রতা বেড়েছে। রাত হলেই শীতে কাঁপছে বগুড়ার আদমদীঘির সান্তাহারে জংশন স্টেশনে রাত কাটানো ছিন্নমূল শীতার্তরা। বছরের শেষ দিনের শেষ সময়ে এইসব মানুষের শীত নির্বারণ করার জন্য কম্বল বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘রূপসী নওগাঁ।’

রোববার (৩১ ডিসেম্বর) রাত ১১টার দিকে সামাজিক সংগঠন ‘রূপসী নওগাঁ’র সদস্যরা উপজেলা সান্তাহার জংশন স্টেশনের প্লাটফর্মগুলোতে ঘণ্টাব্যাপী ঘুরে ঘুরে শতাধিক ছিন্নমূল শীতার্তদের মাঝে কম্বল তুলে দিয়ে নতুন বছরকে স্বাগত জানায়।

এসময় উপস্থিত ছিলেন- রূপসী নওগাঁ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি দন্ত চিকিৎসক খালেদ বিন ফিরোজ, সাধারণ সম্পাদক প্রকৌশলী সাজু রহমান সুজন, উপদেষ্টা কাজী কামাল হোসেন, এনআরবিসি ব্যাংক নওগাঁ শাখার অপারেশন ম্যানেজার একেএম নাছরুল হুদা মনি, মাওলানা জোবায়ের আহমেদ, নওগাঁ সদর উপজেলা ইমাম মাওলানা শামীম আহমাদ নুরী, সদস্য আব্দুল্লাহ আবু সাঈদ, গরীবের বন্ধু খ্যাত আজিজুল হক রাজা, স্থানীয় গণমাধ্যমকর্মী সাগর খান, নেহাল আহম্মেদ প্রান্ত, তরিকুল ইসলাম জেন্টু প্রমুখ।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ