ঢাকা, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ভোট দেয়ার অধিকার একটি মানবাধিকার : মানবাধিকার চেয়ারম্যান

প্রকাশনার সময়: ০১ জানুয়ারি ২০২৪, ১৩:৫০ | আপডেট: ০১ জানুয়ারি ২০২৪, ১৩:৫৪

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেছেন, ভোট দেয়ার অধিকার একটি মানবাধিকার। প্রত্যেকের অধিকার আছে দেশ পরিচালনার জন্য তাদের প্রতিনিধি নির্বাচন করার। সেই আস্থার ব্যবস্থাও আছে।

সোমবার (০১ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসক হলরুমে নির্বাচনকালীন মানবাধিকার সংরক্ষণ বিষয়ক মতবিনিময় সভা শেষে সংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আগামী ০৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্পূর্ণ নিরাপত্তার সাথে নাগরিকরা ভোট দিতে পাড়বে, তাদের অধিকার প্রয়োগ করতে পারবে। এক্ষেত্রে ভোটাররা এগিয়ে আসলে দেশের মানুষের জন্য কল্যাণ হবে। সেই সাথে সকলে শান্তিতে থাকবে এবং সকলের মানবাধিকার সংরক্ষিত হবে।

এসময় জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য সেলিম রেজা, জেলা প্রশাসক মাহবুবুর রহমানসহ বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ