শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

কাউখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু

প্রকাশনার সময়: ৩১ ডিসেম্বর ২০২৩, ১৮:২২

পিরোজপুরের কাউখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় সেলিনা বেগম (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন।

রোববার (৩১ ডিসেম্বর) দুপুরে উপজেলার কাউখালী নৈকাটি সড়কের জয়কুল কমিউনিটি ক্লিনিক সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেলিনা বেগম উপজেলার সদর ইউনিয়নের মুক্তার কাঠি গ্রামের মরহুম মোদাচ্ছের হোসেনের স্ত্রী সেলিনা বেগম (৬৫)

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে সেলিনা বেগম কাউখালী নৈকাটি সড়কের জয়কুল কমিউনিটি ক্লিনিক সংলগ্ন রাস্তা পারাপারের সময় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এরপরে সেখানের চিকিৎসক বৃদ্ধাকে মৃত ঘোষণা করেন।

কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। ঘটনাস্থল কাউখালী থানা পুলিশ পরিদর্শন করেছেন।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ