মাগুরার মহম্মদপুরে দুই ভাইয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৩১ ডিসেম্বর) সকালে উপজেলার নহাটা পানিঘাটা এলাকার বিল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, সবুজ মোল্লা (৩০) ও হৃদয় মোল্লা (১৪)। তারা দুজনে উপজেলার নহাটা গ্রামের মঞ্জুর মোল্যার ছেলে।
এলাকাবাসী জানিয়েছে, শনিবার রাতে দুই ভাইকে অজ্ঞাত কেউ মোবাইলফোনে কল দিয়ে ডেকে নিয়ে যায়। এরপর তারা আর ফিরে আসেনি। পরে রোববার সকালে পানিঘাটা বিলের মধ্যে তাদের গলাকাটা মরদেহ দেখতে পায় এলাকাবাসী।
মহম্মদপুর থানার ওসি বোরহানুল ইসলাম জানান, রোববার সকালে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলাকাটা মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। এর প্রকৃত কারণ উদ্ধারে পুলিশ তদন্ত শুরু করেছে।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ