দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) সংসদীয় আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সেলিম আহমদের নির্বাচনি প্রচারণা কাজে অংশ নেয়ায় তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়ন ছাত্রদল সভাপতি হাবিব মিয়াকে স্ব-পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
শনিবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত ১২টায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল হাসনাত রাসেল ও সদস্য সচিব আসাদুজ্জামান মুন্নার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই ছাত্রদল নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে ডামি নির্বাচনে একজন স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি সভায় উপস্থিত থেকে প্রচারণা করার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় তাকে পদ থেকে অব্যাহতি দেয়া হয়।
উপজেলা ছাত্রদল সদস্য সচিব আসাদুজ্জামান মুন্না জানান, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সুনামগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সেলিম আহমদের নির্বাচনি কাজে অংশগ্রহণ করায় তাকে স্ব-পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ