ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

কচুয়ায় ৪১ সদস্যের সশন্ত্র বিজিবি মোতায়েন

প্রকাশনার সময়: ৩০ ডিসেম্বর ২০২৩, ২২:২৯

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে কচুয়ায় উপজেলায় ৪১ সদস্যের সশস্ত্র বিজিবি প্রতিনিধি দল মোতায়েন করা হয়েছে। ২৯ ডিসেম্বর (শুক্রবার) বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কচুয়া ক্যাম্প কমান্ডার সুবেদার মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে শান্তিশৃঙ্খলা রক্ষায় সারাদেশে এক হাজার ১৫১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তন্মধ্যে কচুয়ায় ৪১ সদস্যের প্রতিনিধি দল মোতায়ন করা হয়।

স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে ‘ইন এইড টু দ্যা সিভিল পাওয়ার’ এর আওতায় ২০২৩ সালের সারাদেশের ন্যায় কচুয়ায় ২৯ ডিসেম্বর থেকে আগামী ২০২৪ সালের ১০ জানুয়ারি পর্যন্ত নির্বাচনী এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ