ভোলায় সুপারি বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাতে সদর উপজেলা রাজাপুর ইউনিয়নের কন্দকপুর গ্রামের একটি সুপারি বাগান থেকে এই অস্ত্র উদ্ধার করা হয়।
ভোলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ইনচার্জ মো. এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শুক্রবার দিনগত রাতে গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম মাদক উদ্ধার করতে সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে যায়। এ সময় তারা ইউনিয়নের কন্দকপুর গ্রামে একটি সুপারি বাগানে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় সচল শাটার গান এবং ১ রাউন্ড কার্তুজ পড়ে থাকতে দেখেন।
এ ঘটনায় ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদুর রহমান অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সদর মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনাটি তদন্ত করছে বলে জানান মো. এনায়েত।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ