ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

সাংবাদিকরা আয়নার মতো, আমরা তাদের চোখে দেখি : ইসি রাশেদা

প্রকাশনার সময়: ৩০ ডিসেম্বর ২০২৩, ১৫:৪৮

সাংবাদিকরা সিসিটিভি ক্যামেরা। তাদের চোখ দিয়ে আমরা দেখি। আমাদের এতোগুলো সিসিটিভি ক্যামেরা নাই। যে সারা দেশের খবর আমরা নিতে পারবো। আমরা আপনাদের চোখ দিয়ে আয়নার মতো দেখি বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।

শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।

রাশেদা সুলতানা তিনি বলেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচন আমাদের একার পক্ষে সামলানো সম্ভব না।

গণমাধ্যম আয়নার মতো। সেই আয়নায় আমরা সব কিছু দেখি।

সাংবাদিকরা সহযোগিতা না করলে আমাদের একার পক্ষে কাজ করা কঠিন হয়ে যাবে এই নির্বাচনে। সাংবাদিকরা সিসিটিভি ক্যামেরা এবং নির্বাচনেও সিসিটিভির মতো কাজ করবে। যাতে আমরা আপনাদের মাধ্যমে আয়নার মতো দেখতে পারি কোথায় কি সমস্যা হচ্ছে। ভোটের দিন সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন সাংবাদিকরা এবং ভোটারদের ভোট কেন্দ্রে আসার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। আমরা ইতিমধ্যে সে পরিবেশ তৈরি করেছি। সুষ্ঠু নির্বাচন আয়োজন করার জন্য আমরা প্রস্তুত আছি।

জেলা প্রশাসক ও জেলা রিটাইর্নিং কর্মকর্তা পঙ্কজ ঘোস সভাপতিত্বে অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক আবু জাফর, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম, জেলা পুলিশ সুপার গোলাম সবুর, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার এম রাশেদুল হক, সহকারী রিটানিং কর্মকর্তা ও প্রার্থীরা উপস্থিত ছিলেন।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ