ঢাকা, রোববার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৬

কক্সবাজারে এসে সর্বস্ব হারালেন ৫ পর্যটক

প্রকাশনার সময়: ৩০ ডিসেম্বর ২০২৩, ১১:৫১

কক্সবাজারে কুমিল্লা থেকে ঘুরতে আসা তরুণ ৫ পর্যটকের সর্বস্ব ছিনিয়ে নিয়েছে সংঘবদ্ধ ছিনতাইকারীরা। এ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করেছে ট্যুরিস্ট পুলিশ।

শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে কক্সবাজার সৈকতের ছাতা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত ১২টার দিকে তাদের মধ্যে দুইজনকে গ্রেফতার করা হয়।

কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতাকৃতারা হলেন, উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা হামিদ ওসমানের ছেলে নুর কামাল (১৯) ও কবির মিয়ার ছেলে নুরুল ইসলাম (১৮)।

ভুক্তভোগী পর্যটকরা হলেন- কুমিল্লার ২০নম্বর সিটি ওয়ার্ড ডিসামন এলাকার মোমিন মিয়ার ছেলে আসিফ মিয়া (২২), একই এলাকার সাজু মিয়ার ছেলে সায়মন (১৮), মো. ইমাম মিয়ার ছেলে সুমন (২০), সোহাগ মিয়ার ছেলে মো. হৃদয় (২০) ও ইয়াছিন (৩৩)।

ভুক্তভোগী আসিফ বলেন, আমরা রাতের বাসে কুমিল্লা থেকে উঠে সকাল সাড়ে ৬টার দিকে কক্সবাজারে বাস থেকে নামি। এরপর সৈকতের লাবনী পয়েন্টে যাই। সে সময় ৫-৬ জন অস্ত্রধারী আমাদের ঘিরে ধরে। ধারালো অস্ত্র দিয়ে কোপানোর ভয় দেখিয়ে মুঠোফোনসহ সাথে থাকা সবকিছু নিয়ে যায়। অন্যজনের সহায়তায় ফোন করার প্রায় এক ঘণ্টা পর ট্যুরিস্ট পুলিশ ঘটনাস্থলে আসে। ততক্ষণে ছিনতাইকারীরা পালিয়ে যায়।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অ্যাডিশনাল ডিআইজি আপেল মাহমুদ বলেন, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে যায়। সিসিটিভি ফুটেজ দেখে রাত ১২টার দিকে দুইজনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। তাদের স্বীকারোক্তিতে বাকিদেরও ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ