ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

দেশের অবস্থা ভালো নেই : কাদের সিদ্দিকী

প্রকাশনার সময়: ৩০ ডিসেম্বর ২০২৩, ১১:২৪

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বীর উত্তম বলেন, ইলেকশনে খুব জোর পেয়েছিল, নৌকা পেয়ে। সরকার, মরকার নেই। মানুষ নিয়ে গুঁড়া করে ফেলবে। মানুষকে যারা অত্যাচার করে, মানুষকে যারা ঠকায় তাদেরকে ছাড়াছাড়ি হবে না।

শুক্রবার (২৯ ডিসেম্বর) রাত ১০টার দিকে টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাউলজানী ইউনিয়নের কলিয়া গ্রামে হযরত ছিদ্দিক তোতা শাহ কবির (রা.) এর বাৎসরিক ওরশ মাহফিলে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের দেশের অবস্থা ভালো নেই, একেবারেই ভালো নেই। দেশের মানুষের মানবিকতা নেই, মানসম্মান নেই, ছোট বড় পার্থক্য নেই, সবাই বাদশা।

কাদের সিদ্দিকী আরও বলেন, স্বাধীন দেশে শিশুকে বেঁধে রেখে মুক্তিপণ আদায় করে। এজন্য দেশে মুক্তিযুদ্ধ করিনি। এজন্য দেশকে স্বাধীন করিনি। এটা মানুষের দেশ হয়নি। যতো বড় বড় কথা বলুক দেশে উন্নয়ন হয়েছে, দালান কোঠা হয়েছে, মাদরাসা হয়েছে। সারাদিন যে কামলা দিয়ে খায় সেই মানুষটা বাজারে গিয়ে পেঁয়াজ কিনতে পারে না, মরিচ কিনতে পারে না, লবণ কিনতে পারে না। আমি চাই যে মানুষ পরিশ্রম করবে তিনি সম্মান নিয়ে ভালোভাবে বেঁচে থাকবে।

এসময় উপস্থিত ছিলেন বাসাইল পৌরসভার মেয়র রাহাত হাসান টিপু, সাবেক মেয়র আব্দুর রহিম আহমেদ, হযরত ছিদ্দিক তোতা শাহ কবির (রা.) এর ছেলে হযরত আবু বক্কর ছিদ্দিক, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম খান, উপজেলা যুব আন্দোলনের সভাপতি জাহাঙ্গীর বিন জাফর প্রমুখ।

উল্লেখ্য, টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে কৃষক শ্রমিক জনতা লীগের (গামছা) প্রতীকের প্রার্থী ও দলটির সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বীর উত্তম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ