শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

উখিয়ার আশ্রয় শিবিরে দুর্বৃত্তের গুলিতে রোহিঙ্গা যুবক নিহত

প্রকাশনার সময়: ৩০ ডিসেম্বর ২০২৩, ১১:১৫

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবিরে দুর্বৃত্তদের গুলিতে দিল মোহাম্মদ নামের এক রোহিঙ্গা নিহত হয়েছে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উখিয়া ১৫ নম্বর জামতলী রোহিঙ্গা ক্যাম্পে নিহতের এই ঘটনা ঘটে। নিহত দিল মোহাম্মদ জামতলী ক্যাম্পের ই ব্লকের আবুল হাশিমের ছেলে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো শামীম হোসেন জানান, ১০/১২ জনের একদল দুর্বৃত্ত জামতলী ক্যাম্পের ই ব্লকের রাস্তার মাথায় দিল মোহাম্মদকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। ঘটনার পর আশপাশের রোহিঙ্গারা গুলিবিদ্ধ দিল মোহাম্মদকে পার্শ্ববর্তী এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।

তিনি আরও জানান, ঘটনার পরপরই জামতলী ক্যাম্পে এপিবিএন পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে। ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ এই হত্যাকাণ্ড সংঘটিত করেছে বলে জানা গেছে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ