টাঙ্গাইল-৩ আসন ঘাটাইলে আওয়ামী লীগ ও স্বতন্ত্র (ঈগল) প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার লক্ষীন্দর ইউনিয়নের বাঘারা বাজারে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, লক্ষিন্দর ইউনিয়নের ৭নম্বর বাগ-আড়া এলাকার মো. হামিদুল ইসলাম (৫০), আমিরুল (৪১) মেম্বার রুহুল আমীন (৩৪) এবং জাফর আলী (৪৫)।
আহত ইউপি সদস্য আমিনুলের ভাই রফিকুল ইসলাম বলেন, স্থানীয় বাঘারা বাজারে রাতে নৌকা সমর্থকরা খিচুড়ি খাওয়ার আয়োজন করে। সন্ধ্যার পরে নৌকা সমর্থক কতিপয় লোকজন অতর্কিতভাবে ঈগল প্রতীকের কর্মী সমর্থকদের উপর হামলা করলে চারজন গুরুতর আহত হয়। তাদেরকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘাটাইল থানার ওসি আবু ছালাম মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আহতদের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ