শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

লক্ষ্মীপুরে লিফলেট বিতরণকালে বিএনপির ৪ নেতা গ্রেফতার 

প্রকাশনার সময়: ২৮ ডিসেম্বর ২০২৩, ১৭:২৭ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৩, ১৮:১১

লক্ষ্মীপুরের রামগঞ্জে লিফলেট বিতরণকালে ছাত্রদলসহ বিএনপির চার নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রামগঞ্জ থানার এস আই কাউসারুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স আসরের নামাজের পর পৌর কলাবাগান এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাকৃতরা হলেন, পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন বাচ্চু, যুগ্ম আহ্বায়ক আশরাফ পাটোয়ারী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জহির রায়হান বাবু, ছাত্রদল নেতা মামুন।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে চার নেতার গ্রেফতারে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক মজু হক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম পিন্টু ও পৌর বিএনপির আহ্বায়ক শেখ কামরুজ্জামানসহ সিনিয়র নেতারা।

এক বিবৃতিতে নেতারা বলেন, বিএনপির আন্দোলন দমানোর জন্য সরকারের কোনো কৌশলই সফল হবে না। বিএনপির নেতৃত্বকে দুর্বল করা যাবে না। কারাগারের বাইরে থাকা বিএনপির সর্বশেষ ব্যক্তিটি আন্দোলনের নেতৃত্ব দেবে। আন্দোলনের মাধ্যমেই সরকারের পতন হবে।

রামগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কাউছারুজ্জামান জানান, নাশকতা ও পূর্বের মামলার ভিত্তিতে চার জনকে গ্রেফতার করা হয়েছে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ