ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন বর্জনের পক্ষে শরীয়তপুরে লিফলেট বিতরণ

প্রকাশনার সময়: ২৮ ডিসেম্বর ২০২৩, ১৬:৫৩

'ডামি' নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনকে সফল করার লক্ষ্যে শরীয়তপুরে লিফলেট বিতরণ করেছে বিএনপি নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) শরীয়তপুর জেলা জজ কোর্ট চত্বর ও আশপাশের সড়কে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করে বিএনপি নেতাকর্মীরা।

শরীয়তপুর জেলা যুবদল নেতা ও জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মৃধা নজরুল কবির এই কর্মসূচির নেতৃত্বে দেন।

এসময় উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম শরীয়তপুর জেলা শাখা সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম কাসেম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহাদাত হোসেন, কৃষক দলের ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মনিরুজ্জামান দিপু, আইনজীবী যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান স্বপন, আইনজীবী ফোরামের নেতা অ্যাডভোকেট লোকমান হোসাইন, ড. আমিনুল ইসলাম, শহিদুল ইসলাম সরদার, অ্যাডভোকেট ইস্তিয়াখোসেন ও অ্যাডভোকেট মিজানুর রহমান প্রমুখ।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ