ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

গৌরীপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো বাবা-মেয়ের

প্রকাশনার সময়: ২৮ ডিসেম্বর ২০২৩, ১৬:০৬ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৩, ১৬:১৩

ময়মনসিংহের গৌরীপুরে মটরের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে।

বুধবার (২৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার মাওহা ইউনিয়নের ধারাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বাবা শফিকুল ইসলাম (৪০)। তার মেয়ে হৃদিমনি(৭)। হৃদিমনি স্থানীয় ধারাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

প্রতিবেশী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, বুধবার বিকেলে পুকুরে সেচ দিচ্ছিলেন শফিকুল ইসলাম। এসময় তার মেয়ে হৃদিমনি মটরের বৈদ্যুতিক তার স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। সাথে সাথে তাকে উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। প্রতিবেশীরা বাবা-মেয়েকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. ফারজানা বিনতে মজিদ জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়।

স্থানীয় মাওহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আল ফারুক বলেন, মেয়েকে বাঁচাতে যাওয়া বাবা শফিকুল ইসলাম বাকপ্রতিবন্ধী ছিলেন। বাবা-মেয়ের মৃত্যু খুবই দুঃখজনক।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ